ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৪, ১২ জুলাই ২০২০

বলিউডে আগেই হানা দিয়েছিল করোনাভাইরাস। এ বার আক্রান্ত হলেন স্বয়ং অমিতাভ বচ্চন। তিনি নিজেই এ কথা টুইট করে জানিয়েছেন। নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে শাহেনশা-কে।

টুইটারে অমিতাভ লিখেছেন, ‘‘পরীক্ষায় আমার করোনা পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জানাচ্ছে। পরিবার এবং কর্মীদেরও করোনা পরীক্ষা হচ্ছে। ফলের অপেক্ষায় রয়েছি। যাঁরা গত ১০ দিনে আমার কাছাকাছি এসেছেন তাঁদের পরীক্ষা করানোর জন্য অনুরোধ করছি।’’

অমিতাভের দ্রুত সুস্থতা কামনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন , অমিতাভ বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবরে তিনি দুঃখিত। তাঁর  দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারে #AmitabhBachchan ট্রেন্ডিং হতে শুরু করে। বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও তাঁর দ্রুত আরোগ্য চেয়েছেন। ‘পিঙ্ক’-এর অভিনেত্রী তাপসী পান্নু লিখেছেন, ‘‘আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি