ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইটিভি’র বিনোদনমূলক অনুষ্ঠান ‘শোবিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১৪ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৩৮, ১৪ জুলাই ২০২০

বাঁ দিক থেকে- শিক্ষক মনিরা শারমিন, অপু বিশ্বাস, চয়নিকা চৌধুরী ও সঙ্গীতশিল্পী রফিকুল আলম।ছবি-ইটিভি।

বাঁ দিক থেকে- শিক্ষক মনিরা শারমিন, অপু বিশ্বাস, চয়নিকা চৌধুরী ও সঙ্গীতশিল্পী রফিকুল আলম।ছবি-ইটিভি।

নতুন কিংবা কালজয়ী বিভিন্ন চলচ্চিত্র, বক্স অফিস কাঁপানো চলচ্চিত্রের পর্দার পেছনের গল্প, পছন্দের তারকার অজানা ঘটনা, সর্বকালের সেরা গানের সাথে নতুনকে আলিঙ্গন এবং বিনোদন বিশ্বে ঘটে যাওয়া তারকাদের সাম্প্রতিক খবরাখবর নিয়ে বিনোদনমূলক অনুষ্ঠান ‘শোবিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’।

একুশে টেলিভিশনে পাক্ষিকভাবে মাসের প্রথম ও তৃতীয় বুধবার রাত ৮টায় প্রচারিত এই অনুষ্ঠানটিতে বিভিন্ন সেগমেন্ট আকারে প্রতি পর্বে আমাদের দেশীয় সংস্কৃতির পাশাপাশি বিশ্ব চলচ্চিত্রঙ্গান, সঙ্গীতাঙ্গনসহ শোবিজ অঙ্গনের সকল ঘটনা প্রবাহ তুলে ধরা হয়ে থাকে।

আগামী বুধবার (১৫ জুলাই) রাত ৮টায় প্রচারিতব্য ‘শোবিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে থাকছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ বার্তা, নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’র ভবিষ্যৎ নিয়ে একান্ত সাক্ষাৎকার, প্রয়াত জনপ্রিয় গায়ক এন্ড্রু কিশোরের পারিবারিক ও কর্ময়ময় জীবন নিয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রফিকুল আলম ও সামিনা চৌধুরী, চিত্রনায়ক আমিন খান ও শাকিল খান, চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী ও সোহানুর রহমান সোহান-এর সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি একটি বিশেষ বায়োগ্রাফি।

এছাড়াও থাকছে বর্তমানে বলিউডের আলোচিত একটি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র সমালোচক এবং গ্রিন ইউনির্ভাসিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কম্যুনিকেশন বিভাগের শিক্ষক মনিরা শারমিন-এর একটি বিশ্লেষণধর্মী রিভিউ, সঙ্গীতসহ চলতি সপ্তাহের শোবিজ অঙ্গনের বিভিন্ন বিষয়।

ডিজে সোনিকার উপস্থাপনায় ‘শোবিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা সবুজ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি