ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নাটক ও চলচ্চিত্র পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।

উজ্জ্বল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুরুতে আমার নিউমোনিয়া ধরা পড়ে। এরপর ৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। চিকিৎসকের পরামর্শে টেস্ট করালে পরদিন জানতে পারি কোভিড-১৯ পজিটিভ। আমার ফুসফুসে একটা সার্জারি আছে। যার কারণে একটু চিন্তিত ছিলাম। তবে একদিনের বেশি হাসপাতালে থাকতে হয়নি।
  
মাসুদ হাসান উজ্জ্বল আরো বলেন, এখন বাসায় আইসোলেশনে রয়েছি। শারীরিকভাবে আমি সুস্থ হাওয়ার দিকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবার কোভিড-১৯ টেস্ট করাবো। ইনশাআল্লাহ আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে। সবার কাছে দোয়া চাইছি।

এদিকে উজ্জ্বল আক্রান্ত হলেও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, নাটকের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। তার ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের চলচ্চিত্রটি গত ১৩ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এটি মুক্তি পায়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি