ঢাকা, রবিবার   ৩০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই, ডিপজলকে সানী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৫০, ২৩ জুলাই ২০২০ | আপডেট: ০১:২৭, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চলচ্চিত্রে এখন চলছে চরম উত্তেজনা। হলে দর্শকের উত্তেজনা না থাকলেও যাদের কারণে হলে দর্শক আসে তাদের মধ্যেই বিরাজ করছে উত্তপ্ত অবস্থা। একে অন্যের বিরুদ্ধে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। চলচ্চিত্রের ১৮টি সংগঠন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করে। এর বিরুদ্ধে খল অভিনেতা ডিপজল হুঁঙ্কার দিয়েছিলেন। এবার তার জবাব দিলেন চিত্রনায়ক ওমর সানী।

তিনি তার ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ‘আপনার কাছে অনুরোধ আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে, দিন শেষে বলি এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই।’
 
গত রোববার (১৯ জুলাই) শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন ডিপজল পাঁচটি নতুন সিনেমা করার ঘোষণা দিয়েছিলেন। উপস্থিত সবাই এমন দুঃসময়ে এটাকে ইতিবাচক হিসেবে দেখলেও ওমর সানী বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে ‘এক হাত’ নিলেন।

তিনি লেখেন, ‘গত শিল্পী সমিতির নির্বাচন কালীন সময়ে, আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রের সবাই মনে করেছিল যাক আলহামদুলিল্লাহ, শিল্পী এবং কলাকুশলী কিছুদিন স্বচ্ছভাবে থাকবে, করেননি? করেননি? আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে আবার পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন? মানুষ বোঝে মামা এত বোকা না ( ডিপজল সাহেব) আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন, সেটা করেননি।’ 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি