ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরুখের অ্যাকশন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

শাহরুখ খানের পরবর্তী ছবি নিয়ে জল্পনা চলছে অনেক দিন ধরেই। রাজকুমার হিরানির ছবি দিয়েই শাহরুখ কামব্যাক করবেন এত দিন এমনটাই  ঠিক ছিল । কিন্তু সেই ছবির বেশির ভাগ শুট কানাডায় হওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে বিদেশে শুট করা একটু সমস্যার। 

তাই সেই ছবির শুটের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, শাহরুখ, হিরানির ছবির পরিবর্তে যশ রাজ ফিল্মসের ছবির শুট আগে শুরু করবেন। ২৭ সেপ্টেম্বর যশ চোপড়ার জন্মদিনেই সেই ছবির ঘোষণা করার কথা। শুটিং হওয়ার কথা অক্টোবরে। সে ক্ষেত্রে আগে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন ড্রামাই । 

ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে নেওয়ার কথা চলছে। দীপিকা ছবি করতে রাজি হলে প্রায় সাত বছর পরে এই জুটিকেও দেখা যাবে।

 এসইউএ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি