ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এন্ড্রু কিশোরের জন্য গাইলেন আসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২০, ২৫ জুলাই ২০২০ | আপডেট: ০০:২৪, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সদ্য প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে গান গেয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সে গাইবেনা আর গান’। গানটির গীতিকার ও সুরকার তরুন মুন্সী। এর সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু।

‘ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান, বুকের মাঝে পুষে রেখে জমা অভিমান, ও সে গাইবে না আর গান’ মনের আবেগ মিশিয়ে প্রিয় এই মানুষটিকে স্বরণ করে গাইলেন আসিফ।

এই গান সম্পর্কে আসিফ আকবর জানান, এন্ড্রু কিশোরকে উৎসর্গ করে কখনো গান গাইতে হবে তিনি কল্পনাও করেননি। এন্ড্রু কিশোরের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তাদের সম্পর্কটা ছোট ও বড় ভাইয়ের বলেও উল্লেখ করেন আসিফ। এন্ড্রু কিশোরকে বড় ভাইয়ের মতই শ্রদ্ধা করতেন তিনি। তার কাছ থেকে অনেক ভালো পরামর্শও পেতেন। 

শুক্রবার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে এই গান। এছাড়া গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

উল্লেখ্য, দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। অসংখ্যা জনপ্রিয় গানের এই শিল্পী সন্তানদের অপেক্ষায় থেকে মৃত্যুর নয়দিন পর মাটির কোলে চিরনিদ্রায় শায়িত হন।

 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি