ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সুশান্তের `দিল বেচারা` দেখতে দর্শকদের ভিড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২৫ জুলাই ২০২০

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' ২৪ জুলাই, শুক্রবার মুক্তি পেয়েছে। আর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ছবিটি দেখতে বসেননি, এমন সিনেমাপ্রেমী দর্শক খুব কমই রয়েছেন। আর তাতেই নাকি 'হটস্টার' ক্রাশ করে যায়। 

হটস্টার ক্রাশ করে যাওয়ায় ছবিটি দেখতে বেশকিছু দর্শককে সমস্যায় পড়তে হয়েছে। খোদ পরিচালক হনসল মেহেতাও 'হটস্টার ক্রাশ'-এর সমস্যায় ভুক্তভোগী। সে কথা হনসল মেহেতা নিজেই টুইট করে জানান। 

তবে শুধু হনসল মেহেতাই নন, এই সমস্যার কথা টুইটারে অনেকেই জানান। এক ব্যক্তি লেখেন, ''আমার মনে হচ্ছে ডিজনি হটস্টার ওয়েবসাইট ক্রাশ করেছে বা অন্য কিছু সমস্যা হচ্ছে। এখন ভগবানই এই দুঃখ দূর করতে পারে। ছবির গানগুলিতে ওই হাসিটা দেখতেও কষ্ট লাগছে।'' এভাবে আরও অনেকেই সমস্যার কথা জানিয়েছেন।

এসইউএ/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি