ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলিউড অভিনেতা জন স্যাক্সন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা জন স্যাক্সন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।

স্যাক্সনের স্ত্রী ও অভিনেত্রী গ্লোরিয়া দ্য হলিউড রিপোর্টারকে এ তথ্য জানান। তারা জানান, গত ২৫ জুলাই তিনি মারা যান।  

ব্রুস লি’র সঙ্গে ‘এনটার দ্য ড্রাগন’ সিনেমার অভিনেতা এবং বিশেষত ‘নাইটমেয়ার অন এল্ম স্ট্রিট’র মতো হরর সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত ছিলেন। 

ইতালিয়-আমেরিকান অভিনেতা জন স্যাক্সন বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ে দক্ষ ছিলেন। দ্য অ্যাপালুজা (১৯৬৬) সিনেমায় অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড লাভ করেন।

ছয় দশকেরও বেশি দীর্ঘ ছিল স্যাক্সনের কর্মজীবন। এসময়ে তিনি দুই শতাধিক সিনেমায় এবং শতাধিক টিভি শো’য়ে অভিনয় করেছেন।  
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি