ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত মায়ের জন্য চিন্তিত বিজরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়েছেন নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। ২৭ জুলাই রাতে তাঁর মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ মায়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানান। জিনাত এখন রাজধানীর গ্রিণ লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। এদিকে মাকে নিয়ে বেশ চিন্তিত অভিনেত্রী বিজরী।

তিনি জানান, গতকাল সারা দিন মায়ের জন্য বি পজিটিভ প্লাজমা খুঁজেছেন। বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতদের অনুরোধ করেছেন।

এ নিয়ে বিজরী আরো বলেন, ‘এতটা অসহায় আগে কখনো লাগেনি। কী করব ভেবে পাচ্ছি না। যত দ্রুত সম্ভব আমার মায়ের জন্য প্লাজমা প্রয়োজন। এই সময় কেউ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।’ 

উল্লেখ্য, নৃত্যশিল্পী হিসেবে জিনাত বরকতুল্লাহ শিল্পকলা একাডেমি, ইউনেসকো পুরস্কারসহ আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কার পেয়েছেন। 

এদিকে করোনা আক্রান্ত কণ্ঠশিল্পী রবি চৌধুরীকে প্লাজমা দিয়েছেন আরেক কণ্ঠশিল্পী রাফসান মান্নান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি