ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীঘ্রই মা হচ্ছেন শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৩০ জুলাই ২০২০ | আপডেট: ২২:১৫, ৩০ জুলাই ২০২০

শুভশ্রী গাঙ্গুলী

শুভশ্রী গাঙ্গুলী

Ekushey Television Ltd.

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। গাঢ় হলুদ সিল্কের শাড়ি, সঙ্গে সোনার গয়না। মাথা ভর্তি সিঁদুর, হাতে সোনার ফুলকাজের মোটা বালায় সেজে উঠেছেন তিনি। শুভশ্রী গাঙ্গুলী। সন্তান আসার আনন্দে আজ বৃহস্পতিবার সাধ (সন্তান-সম্ভবা নারীদের ছয় মাস সময়ের আগে বা পরে এক অনুষ্ঠানের মাধ্যমে পছন্দের সব ধরনের খাবার খেতে দেওয়া হয়) খেলেন নায়িকা। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

সেই সাধের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যম মুখর টলিপাড়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘ঈশ্বর মঙ্গল করুন’, প্রিয়াঙ্কা সরকারও একই সুরে কমেন্ট করেন। শ্রাবন্তী আনন্দের স্মাইলি পোস্ট করেন। অঙ্কুশ থেকে মিথিলা, সবাই শুভেচ্ছা জানান হবু মাকে। 

এখন অপেক্ষা ২৯ সেপ্টেম্বরের জন্য। গত ১১ মে বিবাহবার্ষিকীর দিনেই বাবা-মা হওয়ার খবরটা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন রাজ-শুভশ্রী দম্পতি। 

শুভশ্রী বলেছিলেন, ‘আমার মা আর শাশুড়িকে এত খুশি হতে আগে কখনও দেখিনি।’ এরপর নিজের ইনস্টায় ছবি পোস্ট করেন পরিচালক রাজ চক্রবর্তী। লাল পাড় সাদা শাড়ির শুভশ্রীকে জড়িয়ে ধরে ছিলেন তিনি। সেখানেও স্পষ্ট দেখা যাচ্ছিল- রাজের ‘শুভ’র বেবি বাম্প (সন্তান সম্ভবা নারী কাপড় আবৃত্ত পেটের ছবি)। 

মিষ্টি হেসে রাজ বলেছিলেন, ‘শুভকে লুকিয়ে ইনস্টা-তে ছবিটা পোস্ট করি। ও তো কিছুই করতে দেবে না আমায়।’ তবে শুভশ্রী নিজেও মা হওয়ার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই সাত মাসের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন। শুভশ্রীর হাত পেটের কাছে, যেন ছুঁয়ে আছেন সন্তানকে। 

শুধু বেবি বাম্প নয়। লকডাউনেও (অবরুদ্ধ) নিজেদের বিয়ের দুই বছর পালন করেছেন তারা। গত ১১ মে রাজ-শুভশ্রীর বিয়ের দুই বছর পার হয়েছে। সেপ্টেম্বরেই মা হবেন শুভশ্রী।

এমএস/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি