ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ভিডিওতে মডেল হাবিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ২ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:৪০, ২ আগস্ট ২০২০

হাবিব ওয়াহিদ

হাবিব ওয়াহিদ

ভিডিওতে মডেল হলেন তিনি। অবশ্য গত কয়েক বছর ধরে মডেল হয়েছেন তবে তা নিজের ভিডিওতে। এবার ঈদ উপলক্ষে প্রকাশিত নতুন গানে মূলত মডেল হিসেবেই হাবিব ওয়াহিদকে দেখা গেল। গানের শিরোনাম ‘দিশেহারা মন’।

গানটি হাবিবের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এটি শিল্পীর প্রতিষ্ঠান এইচডাব্লিউ প্রডাকশনসের ব্যানারে নির্মিত।

এ গানের মূল কথার কিছু অংশে কণ্ঠ দিয়েছেন হাবিব। বাকিটা কণ্ঠ দিয়েছেন গায়িকা মারুশা। আলো-আঁধারির এই ভিডিওতে অভিনয় করেছেন গায়ক-গায়িকা দুজনই। গানটি নিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন তারা। গানটি লিখেন মারুশা। আর সুর-সংগীতে আছেন হাবিব। ভিডিওটি পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ।

হাবিব জানান, মারুশা অত্যন্ত প্রতিভাবান গায়িকা। গান লেখেনও তিনি। গানটি সবার ভালো লাগবে বলেও আশা করেন হাবীব। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি