ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

মুম্বাই পুলিশ কী চাইছে জানেন না আইপিএস অফিসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৮ আগস্ট ২০২০

আইপিএস অফিসার বিনয় তিওয়ারি মুম্বাই এসেছিলেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে। কিন্তু মুম্বাই পৌঁছাতেই তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয় বিএমসি। অবশেষে কোয়ারেন্টাইন থেকে ফিরে এলেও তাঁকে শুক্রবারই পাটনা ফিরে যেতে বলা হয়েছে। বিনয় তিওয়ারি ৮ অগস্ট অর্থাৎ আজ শনিবার থেকে সেখানেই কাজ শুরু করবেন।

কোয়েরেন্টাইন থেকে মুক্তি পাওয়ার পর মুখ খোলেন বিনয় তিওয়ার, জানালেন ''আমাদের তদন্ত প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। ওনারা ওনাদের নিয়ম মেনে আমাকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছিলেন। আমরা তদন্তের মাধ্যমে ফল পাওয়ার চেষ্টা করে গিয়েছি। এখন তদন্ত অন্য সংস্থা করবে। মুম্বাই পুলিশ, কিংবা বিএমসি কী চাইছে তা বলতে পারবো না।''

এদিকে বিএমসি-র তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''আমাদের তরফে আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হল, এবং তাঁর পাটনা ফেরার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তিনি সেখানে গিয়ে কাজ শুরু করতে পারেন।''

এদিকে বৃহস্পতিবারই বিহার পুলিশের তরফে গুপ্তেশ্বর পান্ডে, বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে রাখার জন্য ক্ষোভ প্রকাশ করেন। বিনয় তিওয়ারিকে ছেড়ে দেওয়ার জন্য তিনি বিএমসি-কে চিঠি লিখে অনুরোধ করেছিলেন।

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি