ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক মিস ইন্ডিয়া নাতাশা করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী নাতাশা সুরি। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তার জ্বর রয়েছে এবং শরীরও বেশ দুর্বল।

এ বিষয়ে নাতাশা বলেন, ‘ছয় দিন আগে জরুরি কাজে আমাকে পুনে যেতে হয়েছিল। সেখান থেকে ফিরে আমি অসুস্থ অনুভব করি। জ্বর, গলাব্যথা ও দুর্বলতা দেখা দেয়। তিন দিন আগে পরীক্ষা করাই, ফল পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘এখন আমি হোম কোয়ারেন্টিনে রয়েছি। জ্বর রয়েছে। শরীরও দুর্বল। আমি চিকিৎসা নিচ্ছি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। আমি নানি ও বোনের সঙ্গে রয়েছি। তাদেরও করোনা পরীক্ষা করাতে হবে।’

প্রসঙ্গত, অসুস্থতার কারণে আসন্ন চলচ্চিত্র ‘ডেঞ্জারাস’-এর প্রচারণায় তিনি অংশ নিতে পারবেন না। ১৪ আগস্ট এমএক্স প্লেয়ারে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। এতে আরো অভিনয় করেছেন তারকা দম্পতি করণ সিং গ্রোভার ও বিপাশা বসু।

এ বিষয়ে নাতাশা জানান, আগামীকাল থেকে সিনেমার প্রচারণা শুরু হবে কিন্তু তিনি অংশ নিতে না পারায় দুঃখিত। এই প্রকল্পের জন্য তিনি বেশ উত্তেজিত। বেশ ভালো ভালো অভিনেতা ও দারুণ টিমের সঙ্গে কাজ করেছেন। কিন্তু করোনা তার সব কিছু আটকে দিলো।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি