ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অভিনেত্রী শাওন আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ১৫ আগস্ট ২০২০ | আপডেট: ২১:২০, ১৫ আগস্ট ২০২০

অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওন হোঁচট খেয়ে পা মচকে ফেলেছেন। করোনার এই সময়টা ঘরবন্দী থাকলেও নিজ বাসাতেই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। 

মেহের আফরোজ শাওন জানান, ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে ঢুকতে গিয়েই আঘাত পান। রুম থেকে বাথরুমে ঢোকার সময় উঁচু জায়গাটা খেয়াল করেননি। হোঁচট খেয়ে পায়ের গোড়ালি মচকে যায়। প্রায় পড়েই যাচ্ছিলেন। তবে পুরোপুরি পড়ে যাননি বলেই বড় ধরনের ঝামেলা হয়নি। শুধু পা মচকে গেছে, খুব খারাপ সময় গেছে গতকাল। ব্যথায় চিৎকার–চেঁচামেচি পর্যন্ত করেছেন। 

শাওন বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ সেবন করেছেন। দিয়েছেন ফিজিওথেরাপি। পায়ের অবস্থা এখন কিছুটা ভালো। 

তিনি এখন বাসাতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতে, সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে। নিয়ম মেনে চললে দশ-বারো দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই অভিনেত্রী। 

এসইউএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি