ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শুভশ্রীর করোনা রিপোর্ট জানালেন রাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ১৮ আগস্ট ২০২০

পরিচালক রাজ চক্রবর্তী নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে সোমবারই সবাইকে জানিয়েছিলেন৷ রাজ লেখেন, “বাবাকে কিছু দিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর দু’বার করোনা পরীক্ষা হয়। কিন্তু দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। আমারও করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু তাতে রিপোর্ট পজিটিভ এসেছে।’’

রাজ সঙ্গে এটাও জানিয়ে ছিলেন, খুব কমই উপসর্গ রয়েছে তাঁর৷ তবে কোনও ঝুঁকি না নিয়ে বাড়িতেই একটি ঘরে নিজেকে বন্দি করে ফেলেছেন তিনি৷  
 
পাশাপাশি রাজ আরও জানিয়েছিলেন, শুভশ্রী-সহ পরিবারের বাকি সদস্যদের খুব দ্রুত করোনা পরীক্ষা করা হবে। তিনি এটাও জানান যে তাঁদের সংসারে নতুন অতিথি সেপ্টেম্বরেই আসতে চলেছে। এই অবস্থায় শুভশ্রীকে নিয়ে সকলের চিন্তা ছিল। 

মঙ্গলবার টুইট করে সুখবর দিলেন রাজ নিজেই। তিনি জানালেন, শুভশ্রী-সহ গোটা পরিবারের রেজাল্ট এসেছে নেগেটিভ। অনুরাগীদের দুশ্চিন্তা রাজ নিজেই দূর করলেন।

এসইউএ/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি