ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না সঞ্জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ২৬ আগস্ট ২০২০

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। তবে ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি। পরে জরুরি ভিত্তিতে মুম্বাইতেই চিকিৎসার ব্যবস্থা করেছিল সঞ্জয়ের পরিবার।

প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে।

জানা যায়, ১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয়কে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি। 

তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি।

সঞ্জয়ের মেয়ে তৃষালা আগে থেকেই নিউ ইয়র্কে অবস্থান করছেন। ভিসা পেলে সঞ্জয় স্ত্রী ও বোনকে নিয়ে যাবেন যুক্তরাষ্ট্রে। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি