ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নতুন অতিথির অপেক্ষায় কোহলি-আনুশকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৭ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:১৬, ২৭ আগস্ট ২০২০

অবশেষে সুখবর দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে এ জানান দিয়েছেন আনুশকা। 

ক্যাপশনে লিখেছেন- ‘আমরা তিনজন, ২০২১ সালের জানুয়ারিতে আসছে।’ 

আর তাতেই যা বোঝার বুঝে নিয়েছেন ভক্ত, শুভানুধ্যায়ীরা। 

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে আনুশকার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রতিবারই তিনি মুচকি হেসে এড়িয়ে গেছেন। তবে এবার আর গোপন রাখলেন না কিছু। তার এমন সংবাদে ভক্তরাও বেশ খুশি। কারণ তারাও এতো দিন এমন এটি খবরের প্রত্যাশায়ই ছিলেন।  

এদিকে আনুশকার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারা। অভিনেত্রী আলিয়া ভাট হার্ট ইমোজি কমেন্টস করেছেন। মৌনি রয় লিখেছেন, ‘অনেক অনেক খুশি।’ এছাড়া সামান্থা আক্কিনেনি, তাপসী পান্নু, সানিয়া মির্জাসহ অনেক তারকা ও ভক্তরা বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিনের গোপন প্রেমের পর ২০১৭ সালের ৯ ডিসেম্বর বিয়ের পিড়িতে বসেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা। প্রায় তিন বছর পর তাদের সংসারে আসছে প্রথম সন্তান।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি