ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অসুস্থ হয়ে হাসপাতালে ডিপজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২০

খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবর গণমাধ্যমকে জানান চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার সকালে তার অপারেশন হবে বলে জানা গেছে।

জায়েদ খান বলেন, ‘চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিপজল ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক আগামীকাল তার অপারেশন করবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ডিপজল দীর্ঘ দিন থেকেই অসুস্থ। এর মাঝে পরীক্ষায় ধরা পড়ে তার পেটে টিউমার। চিকিৎসকেরা জরুরিভিত্তিতে ডিপজলের পেটে অপারেশন করতে বলেন। এর আগে ২০১৭ সালের হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরানো হয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি