ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাপানিজ অভিনেত্রী আশিনার আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জাপানের টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শেই আশিনা (৩৬)। আত্মহত্যা করেছেন তিনি। এমনটাই ধারণা করা হচ্ছে।

গত ১৪ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিওতে তার নিজের অ্যাপার্টমেন্টে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

শেই আশিনার এজেন্সি ও টোকিও পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কেনো এই তরুণ অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয় কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, ১৯৮৩ সালে জাপানের ফুকুশিমায় আশিনের জন্ম। টিনএজার থাকতেই তিনি সেখান থেকে টোকিও চলে যান। এরপর ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। সেখান থেকে টেলিভিশন ও সিনেমায় অভিনয় করেছেন। বহু টিভি সিরিজ ও সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।  

২০০২ সালে ‘দ্য টেইল অব হ্যাপিনেস’র মাধ্যমে আশিনের অভিনয়ে অভিষেক ঘটে। ২০১১ সালে আমেরিকান টিভি সিরিজ ‘রিভেঞ্জ’র মাধ্যমে ভয়েস এক্টিংয়ে অভিষেক ঘটে তাঁর। এতে তিনি কেন্দ্রীয় এমিলি থ্রোরন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন। এছাড়া অতি সম্প্রতি তাকে টিভি সিরিজ ‘থিসিউস নো ফুনে’ ও জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এই হোকাই’তে দেখা গেছে।  
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি