ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসা উপচে পড়ছে প্রিয়াঙ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। স্বামী জনপ্রিয় গায়ক নিক জোনাসের সঙ্গে কাটছে তার প্রবাসী জীবন। এদিকে প্রেম, বিয়ে আর সংসারের কারণে নিজের আসল স্থান বলিউড থেকে দূরে অবস্থান করছেন তিনি। ফলে ভক্তদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম অভিনেত্রীর। যদিও সবকিছুর মধ্যেও তিনি চেষ্টা করেন ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে আবেগাপ্লুত একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। নিকের কোলে মাথা রাখা একটি সেলফি শেয়ার করেছেন এই তারকা। ছবি পোস্ট করে সেই ক্যাপশনে লিখেছেন, ‘আমার সারা জীবনের সঙ্গী, আমি কৃতজ্ঞ।’

পোস্টে ভালোবাসা উপচে পড়ছে, আর ভক্তরাও তাদের জুটিকে ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি পাঠিয়ে। এ নিয়েই শুরু হয়েছে হৈচৈ। সেই ছবি ভাইরাল হতেও সময় লাগেনি। 

এদিকে কয়েকদিন আগে নতুন চুলের স্টাইলের ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। তার নতুন চুলের ছাঁট দারুণ পছন্দ হয়েছিল ভক্তদের। 

কমেন্টে অনেকেই লিখেছেন, ‘কিউটি’, ‘অসাধারণ’- এমন সব শব্দ। 

প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘নতুন চুল, কোনো পরোয়া নেই।’

অভিনেত্রীর নতুন কোন সিনেমা বলিউড দর্শকরা না পেলেও এমনই সব টুকরো কথা আর ছবি প্রকাশের মধ্য দিয়ে নিজের অবস্থান জানান দেন নিকের অর্ধাঙ্গিনী। যা দেখে ভক্তরাও অভিনেত্রীকে স্বাগত জানান। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি