ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার করোনায় মারা গেলেন অপু বিশ্বাসের মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:০০, ১৮ সেপ্টেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। খবরটি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের কমিনিউকেশন অফিসার মেহেদি খোদা।

তিনি জানান, দুদিন আগে অপু বিশ্বাসের মাকে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে মারা যান।

এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়ার বাড়িতে নিয়ে সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ রাত ১টার পরে আমার মা মারা গিয়েছেন। আমার মা যদি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, মেসেজ দিয়ে আমাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। মা’র জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।

উল্লেখ্য, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস-শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। শেফালি বিশ্বাস অপুর সঙ্গেই ঢাকায় থাকতেন।

বহু সাক্ষাতকারে অপু জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পিছনে মায়ের অনেক অবদান রয়েছে। তিনিই তাকে নাচ শিখিয়েছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি