ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রক্তে টিবি রোগ ধরা পড়েছে ফারুকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২০

দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক কী রোগে ভুগছেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর কার্গো বিমানে চেপে সস্ত্রীক সিঙ্গাপুর উড়াল দেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী ফারহানা ফারুক। যাবার পর ১৪দিন দুজন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু করেন চিকিৎসা। অবশেষে জানা গেলো রোগের নাম।

সোমবার ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমার শারীরিক অবস্থা এখন বেশ ভালো। অনেকগুলো টেস্ট করার পর আমার রোগ ধরা গেছে। রক্তে টিবি রোগ ধরা পড়েছে। এখানকার ডাক্তার লাই চুংসহ চার জন বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, ‘আমাকে চার সপ্তাহ তাদের অভজারভেশনে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে চাই।’

এর আগে, ঢাকার ইউনাইটেড ও এভারকেয়ার (অ্যাপেলো) হাসপাতালে পর্যায়ক্রমে চিকিৎসা নিয়েছেন নায়ক ও সংসদ সদস্য ফারুক। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষ ফ্লাইটে গত ১৩ সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি