ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহা সমস্যায় দীপিকা-সারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২০

ফের সমন পাঠানো হতে পারে দীপিকা পাডুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরকে। মাদক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই বলিউডের ওই চার অভিনেত্রীকে সমন পাঠানো হতে পারে বলে জানা গেছে। তবে কবে দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলকে এনসিবির পক্ষ থেকে দ্বিতীয়বার সমন পাঠানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সামনে পড়ে চার অভিনেত্রী প্রায় একযোগে দাবি করেছেন, জীবনে কখনও তারা মাদক সেবন করেননি। এমনকী, তাদের ম্যানেজাররাও প্রায় একই দাবি করেছেন। এমনকী, ‘ডুব’, ‘হ্যাশ’, ‘মাল’র মানে কী, তা নিয়েও একই রকম তথ্য দেন দীপিকা, রকুলপ্রীতরা। যা নিয়ে এনসিবি সন্তুষ্ট হতে পারেনি। সেই কারণেই ফের তাদের দ্বিতীয়বার সমন পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এনসিবির পক্ষে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

এদিকে মাদক মামলায় ইচ্ছাকৃতভাবে করণ জোহরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষিতিজ প্রসাদ। করণ জোহরের নাম করে অভিযোগ করলে ক্ষিতিজ প্রসাদকে ছেড়ে দেওয়া হবে, এমন খবরও প্রকাশ পেয়েছে। এমনকী, তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করে ক্ষিতিজ প্রসাদ।
সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি