ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাবনার ‘লাল মোরগের ঝুঁটি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৪:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বহু প্রতিক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’র শুটিং। এটি পরিচালনা করবেন নুরুল আলম আতিক। আর এই সিনেমায় ‘পদ্ম’ নামে একটি চরিত্রে দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে। যদিও এই চরিত্রে অভিনয় করার কথা ছিল জয়া আহসানের।

‘লাল মোরগের ঝুঁটি’তে ভাবনার সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আতিক নিজেই।

অক্টোবর থেকে ভাবনার অংশের শুটিং হবে ময়মনসিংহে। এটি নুরুল আলম আতিকের সঙ্গে ভাবনার প্রথম কাজ। তার সহশিল্পী হিসেবে একটি মোরগকে দেখা যাবে।

লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে সিনেমাটির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভাবনা। নতুন করে কাজ শুরুর কথা উঠলে ফের ভাবনা বিগত এক মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন সিনেমাটির জন্য।

উল্লেখ্য, ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমা খ্যাত আশনা হাবিব ভাবনাকে এ সিনেমায় দেখা যাবে ভিন্নরূপে। এর আগে ছোট পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও বড় পর্দায় তার অভিনীত সবশেষ সিনেমা ‘ভয়ংকর সুন্দর’।

অনিমেষ আইচ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় সাড়ে তিন বছর আগে। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার শুটিং চলাকালীন সময়ে এই সিনেমাটির সঙ্গে যুক্ত হন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি