ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রসেনজিৎকে নিয়ে জয়ার আবেগঘন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২০

জয়া আহসান, এক সময়ের মডেল ও টিভি অভিনেত্রী এখন দুই বাংলার জনপ্রিয় তারকা। গত কয়েক বছর ধরেই তিনি কলকাতার সিনেমায় নিয়মিত অভিনেত্রী। কাজ করেছেন প্রায় সমসাময়িক সব অভিনেতার বিপরীতেই। তবে সুযোগ হচ্ছিলো না টলিউড সুপারস্টার ‘বুম্বাদা’ খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি হওয়ার।

দর্শকও বঞ্চিত হচ্ছিলেন এক সিনেমায় সময়ের সেরা দুই গুণি শিল্পীর অভিনয় শৈলী দেখা থেকে। অবশেষে জয়া জন্য সেই সুযোগ ধরা দিলো গত বছরের ডিসেম্বরে। প্রসেনজিৎ-জয়া জুটি বেঁধে চমকে দিলেন ‘রবিবার’ নামের সিনেমায়। ওই একটি সিনেমায় ‘বুম্বাদা’র সঙ্গে কাজ করাকে অসাধারণ অভিজ্ঞতা বলে দাবি করলেন জয়া আহসান। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রসেনজিতের ৫৮তম জন্মদিনে জয়া লিখলেন এক আবেগঘন শুভেচ্ছাবার্তা। ফেসবুকের সেই শুভেচ্ছায় ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী লিখলেন, ‘বুম্বাদা, তোমার সঙ্গে কাজ করেছি কত পরে। একটিই মাত্র ছবিতে। কিন্তু কী অসাধারণ এক অভিজ্ঞতা তোমার সঙ্গে রবিবার ছবিতে!

পরিচয় হয়েছে এরও অনেক আগে। দেখেছি, এত বিরাট তারকাখ্যাতি ভেতরের মানুষটাকে মোটেই টলিয়ে দিতে পারেনি। কিন্তু শিল্পী হিসেবে তোমাকে মনে নিয়েছি বহু বহু আগে। চরিত্রের জন্য অতল খিদে আর খুনে একাগ্রতা এখনো তোমাকে শিল্পী হিসেবে কেমন সচকিত করে রাখে, এখনো অবাক বিস্ময়ে সেটা দেখি।’

জয়া আরও লিখেছেন, ‘একটা সময় প্রায় তুমিই হয়ে উঠলে ইন্ডাস্ট্রি, তবু শিল্পী হিসেবে স্বস্তিকর পুরোনো ছকে আটকে থাকতে চাওনি কখনোই। জন্মদিনে অনেক ভালোবাসা, বুম্বাদা।’

প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিলো ‘রবিবার’। যেখানে অতনু ঘোষের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছিলেন প্রসেনজিৎ-জয়া। বেশ প্রশংসিতও হয়েছে সিনেমাটি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি