ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৈকতের নাটকে আবারও জুটি বাঁধলেন শিপন-সুহি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ১ অক্টোবর ২০২০ | আপডেট: ১৮:১০, ১ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

আবারও জুটি বাঁধলেন চিত্রনায়ক শিপন মিত্র ও ছোট পর্দার অভিনেত্রী অপ্সরা সুহি। নাট্যনির্মাতা জি.এম সৈকতের ‘ইনোসেন্ট ঘর জামাই’ নাটকে অভিনয়ের মাধ্যমে ফের তারা জুটি বেঁধেছেন। এর আগে এ নির্মাতার ‘তোমার গল্পে আমি’ নাটকে প্রথম অভিনয় করেন তারা। 

নাটকের গল্প সম্পর্কে নির্মাতা সৈকত জানান, বড় লোকের মেয়ে মালিহা। খুবই আধুনিক মেয়ে। জিন্স প্যান্ট আর টি-শার্টে অভ্যস্ত। এমন মেয়ের বিয়ের জন্য তার বাবা ঠিক করলেন সহজ-সরল গোবেচারা টাইপের একটি ছেলেকে। এই ইনোসেন্ট ছেলে সোহানকে বাসর রাতে মালিহা সাফ জানিয়ে দেয় তার সঙ্গে সংসার করা তার পক্ষে সম্ভব নয়। কারণ সে অন্য একটা ছেলেকে পছন্দ করে। এরপর শুরু হয় দ্বন্দ সংঘাত। এমনই গল্পে নাটকটি তৈরি করা হয়েছে।

গত সোমবার ‘ইনোসেন্ট ঘর জামাই’ নাটকের শুটিং গাজিপুরে সম্পন্ন হয়েছে। নির্মাতার নাট্যরুপে এই নাটকে আরো অভিনয় করেছেন, ঝুনা চৌধুরী, শিখা খান, আজরা জেবিন তুলি, ইসলাম সাইফুল, তোহা, সুজন রাজা, শিমুল, জাকির, দীপু প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি