ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সুশান্তের মৃত্যুর পর ফেইসবুকে ৮০ হাজার ভুয়া অ্যাকাউন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০২, ৭ অক্টোবর ২০২০

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সঙ্গে নানা রহস্য ডানাপালা মেলে ধরে। তদন্তে বেরিয়ে আসে এসব রহস্য। তদন্ত করে পুলিশ, সিবিআই থেকে শুরু করে ভারতের গুরুত্বপূর্ণ সরকারী সংস্থা। অভিনেতার মৃত্যুর পর তার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তার ভক্তরা।

মুম্বাই পুলিশ জানায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ফেইসবুকে প্রায় ৮০ হাজার ভুয়া বা ফেক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে।

মুম্বাই পুলিশের দাবি, এসব ভুয়া আইডি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। সুশান্তের তদন্তকে বাধাগ্রস্থ করে ভুল পথে পরিচালিত করতে এমন আইডি খোলা হয়েছে। তারা সারাক্ষণ মুম্বাই পুলিশের কাজ নিয়ে আজেবাজে সমালোচনা করেছে। সেইসঙ্গে বলিউডের বিভিন্ন তারকাদের অপমান করেছে। 

এসব আইডি তৈরি করা হয়েছে মুম্বাই পুলিশের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে বলে মন্তব্য করেন ভারতের গণপূর্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র। গতকাল ৬ অক্টোবর তিনি এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন।

খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ব্যাপারটি নিয়ে কাজ করছে। মুম্বাই পুলিশ কমিশনার জানিয়েছেন, ফেক প্রোফাইলধারীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। শুধু ফেসবুক নয়, টুইটারসহ সবরকম সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে নজরদারিতে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি