ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

১৬ অক্টোবর খুলছে সিনেমা হল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৪ অক্টোবর ২০২০

কেরোনা পরিস্থিতিতে বন্ধ থাকা দেশের সকল সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে। তথ্য মন্ত্রণালয় ওই দিন থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়েছে।

এর আগে চলচ্চিত্র অঙ্গণের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি