ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী কুমার শানু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ১৬ অক্টোবর ২০২০

সংগীতশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত হয়েছেন। শিল্পীর ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’

তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। 

সবশেষে স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’ - এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন আধুনিক গানের এই জনপ্রিয় শিল্পী। কয়েকদিন আগেই শেষ হয় এই শো।

উল্লেখ্য, উপমহাদেশের এ কিংবদন্তি শিল্পী ১৯৫৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছোট বেলায় বাবার কাছে গান আর তবলা শেখেন। নব্বইয়ের দশক থেকে এখনও তার গানে বুঁদ হয়ে থাকেন ভারতের পাশাপাশি এপার বাংলার সংগীতপ্রেমীরাও।

কুমার শানুর বাবা পশুপতি ভট্টাচার্য্য ছিলেন একজন গায়ক ও সুরকার। তিনি শানুকে গান ও তবলা শিখান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে ডিগ্রি পাওয়ার পর কুমার শানু ১৯৭৯ সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন। গান গাওয়া শুরু করেন হোটেল ও বিভিন্ন অনুষ্ঠানে কলকাতায়। তিনি ছিলেন ১৯৯০ সাল থেকে ২০০০ সালের মধ্যেকার সেরা গায়ক।

চলচ্চিত্রে প্লেব্যাক ছাড়াও, দরাজকণ্ঠে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় সব গান। তিনি পদ্মশ্রী ছাড়াও পেয়েছেন অসংখ্য সন্মাননা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি