ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মারা গেছেন ভারতের প্রথম অস্কারজয়ী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১৬ অক্টোবর ২০২০

চলে গেলেন ভারতীয় সিনেমা ভুবনের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া। এর ফলে ভারতীয় সিনেমাঙ্গনে আরও একটি নক্ষত্রের পতন হলো। ভানু দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন।

তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে না ফেরার দেশে চলে যান। 

১৯৮২ সালে রিচার্ড অ্যাটেনবারো পরিচালিত ‘গান্ধী’ চলচ্চিত্রে সেরা পোশাক ডিজাইনার হিসেবে অস্কার জিতেছিলেন তিনি। তিনি ছিলেন অস্কার জয় করা ভারতের প্রথম কোনো নারী শিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যমকে ভানুর মেয়ে রাধিকা গুপ্ত জানিয়েছেন, ‘আট বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পরে ভানুর। শেষ বছর শয্যাশায়ী হয়েই ছিলেন। শরীরের একাংশে বাসা বেঁধেছিলো পক্ষাঘাতও।’

রিচার্ড অ্যাটেনবারো ১৯৮০ সালে ‘গান্ধী’ সিনেমাটি তৈরি করেছিলেন। তিনি ভারতে এসেছিলেন সে সময় তার টিম বাছাই করতে। একটি সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে ভানু আথাইয়াকে পোশাকের ডিজাইনার হিসেবে বেছে নিয়েছিলেন। ‘গান্ধী’ মুক্তি পেলে সিনেমাটি খুব প্রশংসা পায়। পায় অস্কারও।

অস্কার জয়ের সেই মুহূর্ত নিয়ে ভানু তার স্মৃতিকথায় লিখেছিলেন, ‘অস্কার জেতাটা যে কারও জীবনের জন্য স্বপ্নের ব্যাপার।’

উল্লেখ্য, প্রায় ৫০ বছর ধরে পোশাকের ডিজাইনার হিসেবে কাজ করে গিয়েছেন ভানু আথাইয়া। তিনি তার পেশাদারী জীবন শুরু করেছিলেন গুরুদত্তের ১৯৫৬ সালের সুপারহিট সিনেমা ‘সিআইডি’ দিয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি