ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ১৬ অক্টোবর ২০২০

এবার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন থেকে শরীর ভালো না থাকায় করোনা পরীক্ষা করতে নমুনা দেন এই অভিনেত্রী। পরে গত ১৩ অক্টোবর পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। 

দুই দিন আগে অনন্য মামুনের ‘নবান এলএলবি’ সিনেমার শুটিং শেষ করেছেন স্পর্শিয়া। সিনেমাতে তার বিপরীতে আছেন শাকিব খান। আরও অভিনয় করেছেন— মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

উল্লেখ্য, অর্চিতা স্পর্শিয়া অভিনীত প্রথম সিনেমার নাম ‘কাঠবিড়ালি’। সিনেমাটি দর্শকরা পছন্দ করেছিল। আগামী ২৩ অক্টোবর অ্যাপে মুক্তি পাবে ‘নবাব এলএলবি’ নামের সিনেমাটি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি