ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সুস্থতার পথে সৌমিত্র, চলছে মিউজিক থেরাপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৬ অক্টোবর ২০২০

টালিউডের জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারিরীক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আগেই। আর করোনা মুক্ত হওয়ার পর থেকেই চিকিত্সায় সাড়াও দিচ্ছেন তিনি। সেই সঙ্গে ফের জ্বর না আসায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা। এদিকে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চলছে মিউজিক থেরাপি। শোনানো হচ্ছে রবীন্দ্র সঙ্গীত এবং তারই অভিনীত সিনেমার গান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কথাও বলছেন অভিনেতা। কমেছে বাইপ্যাপ সাপোর্টের প্রয়োজন। সোডিয়াম পটাসিয়ামের মাত্রা স্বাভাবিক থাকলেও চ্যালেঞ্জ এখন ইউটিআই। 

প্রসঙ্গত, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা। তবে বুধবার তার করোনা মুক্ত হওয়ার খবর আসে। এরপর থেকে চিকিৎসায় সাড়া দেওয়ার পাশাপাশি অভিনেতা চোখও খুলেছেন। গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তার। আশার কথা হচ্ছে তার শরীরে ইনফেকশন কমছে।
সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি