ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী শ্রাবন্তীর মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪, ২০ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রাবন্তীর ঘনিষ্ঠজন জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদ।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে গেল ১২ অক্টোবর শ্রাবন্তী জানান, বেশ অনেকদিন ধরেই তার মা মাহমুদা সুলতানা লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ৯ অক্টোবর আমেরিকা থেকে ছুটে এসেছিলেন ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী।

আজ শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানাকে তাদের গ্রামের বাড়িতেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি