ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

গোলাপী ড্রেসে রাজকীয় ছটা, ফের অন্তঃসত্ত্বা কারিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৮ অক্টোবর ২০২০

ফের অন্তঃসত্ত্বা কারিনা! হ্যা, দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড কুইন কারিনা কাপুর খান। তবুও থেমে নেই তার কর্মচঞ্চলতা! চুটিয়ে কাজ করে যাচ্ছেন সাইফ পত্নী। কখনও সিনেমার শ্যুটিং, আবার কখনওবা বড় বোন কারিশমার সঙ্গে ফটোশ্যুট। বেগম সাহেবা যেন সদা ব্যস্ত। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) কারিনা যখন কারিশমা কাপুরের সঙ্গে ফটোশ্যুট করেন, তখন যেমন সেই ছবি ছড়িয়ে পড়ে, তেমনি এবারও তার অন্যথা হয়নি। আজ বুধবারও ফের পাপারাজ্জিদের লেন্সবন্দি হলেন কারিনা কাপুর খান।

এদিন পুনম দামানিয়ার সঙ্গে দেখা যায় সাইফ-ঘরণীকে। গোলাপী রঙের গাউন পরে ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায় বেবোকে। কারিনার সেইসব ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রীর বিভিন্ন ফ্য়ান পেজের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।

গোলাপী রঙের পোশাকে যেন রাজকীয় ছটা উপচে পড়ছে কারিনার। পাপারাজ্জির ক্যামেরায় লেন্সবন্দি হলেও পোজ দিতে দেখা যায়নি বেবো বেগমকে। 

প্রসঙ্গত, সম্প্রতি সাইফ ও তৈমুরের সঙ্গে ছুটি কাটিয়ে মুম্বাই ফেরেন কারিনা কাপুর খান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি