ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৫, ২৯ অক্টোবর ২০২০

মুক্তিযুদ্ধের সংগঠক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ২৯ অক্টোবর ২০২০ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সমাজপ্রগতির প্রতিটি আন্দোলনে হায়দার আনোয়ার খান জুনো সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তার সংগ্রামী জীবনের প্রতি আমাদের শ্রদ্ধা রইলো। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা ও অবদান দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি