ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী অমৃতা রাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ২ নভেম্বর ২০২০

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী অমৃতা রাও। রবিবার রাতে জন্ম নেয়া সন্তান ও মা দুজনেই ভালো আছেন। এ তথ্য দিয়েছে অভিনেত্রীর ম্যানেজার। এদিকে সন্তানের জন্মের পর অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন অমৃতা রাওয়ের স্বামী আর জে আনমোল।

অন্তঃসত্ত্বা হওয়ার পর ঢাকঢোল পিটিয়ে সেই খবর প্রকাশ্যে আনেননি অমৃতা। তবে গত মাসের শেষ দিকে স্বামী আনমোলের সঙ্গে মুম্বইয়ের একটি ক্লিনিকের সামনে দেখা যায় অমৃতাকে। এরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। এরপর তারাও সোশ্যাল মিডিয়ায় জানান দেন সুখবর।

অমৃতার মা হওয়ার খবরে ভক্তরা শুভেচ্ছা জানান তাকে।

প্রসঙ্গত, ২০১৬ সালে আর জে আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অমৃতা রাও। বিয়ের প্রায় ৭ বছর পর মা হলেন অমৃতা। 

উল্লেখ্য, কোঙ্কনি পরিবারের মেয়ে অমৃতা ইস্ক ভিস্ক, ম্যায় হু না, বিবাহ-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খান, শাহিদ কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। যদিও আর জে আনমোলের সঙ্গে সংসার পাতানোর পর সেভাবে তাকে আর অভিনয় জগতে দেখা যায়নি। বিবাহ’র জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারও পান অমৃতা। ২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে ঠাকরে সিনেমাতে শেষ দেখা যায় তাকে।
সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি