ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বলিউড অভিনেতা ফারাজ খান আর নেই। তিনি বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আজ সকালে মারা যান। তার মৃত্যু খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন পূজা ভাট। 

রানি মুখোপাধ্যায়ের এক সময়ের এ সহ-অভিনেতা বেশ কয়েক মাস ধরে অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফারাজের মৃত্যুর খবর পাওয়ার পরই টুইট করেন অভিনেত্রী পূজা ভাট। এই কঠিন সময়ে প্রত্যেকে যাতে ফারাজ খানের পরিবারের পাশে থাকেন, সেই আবেদনও করেন মহেশ ভাটের কন্যা। 

প্রসঙ্গত, মস্তিষ্কে সংক্রমণে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন ফারাজ খান। এরপরই তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ফারাজের শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। 

ফারাজের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করে তার পরিবার। চিকিৎসার জন্য তার পরিবারের পাশাপাশি পূজা ভাটও প্রত্যেককে এগিয়ে আসার বার্তা দেন। পূজা ভাটের টুইটের পর ফারাজের পরিবারের পাশে দাঁড়ান সালমান খান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি