ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী পুনম পান্ডে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বলিউডের অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পান্ডে। বরাবরই তিনি বিতর্ককে উসকে দেন। কাজ দিয়ে যতটা না আলোচনায় আসেন তার চেয়ে বেশি চর্চিত হন বিতর্কিত কাণ্ড ঘটিয়ে। এবার তিনি আবারও শিরোনামে উঠে এলেন। শুধু তাই নয়, এমন কাণ্ড ঘটিয়েছেন যে- তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। 

জানা গেছে, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে অশ্লীল ভিডিও শুট করে বিতর্কের জন্ম দেন এই তারকা। আর সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে প্রকাশ, গোয়ার চাপোলি সৈকতে দাঁড়িয়ে পর্ন ভিডিও শুট করেন পুনম পান্ডে। এমনই অভিযোগে সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে। এফআইআর দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন পুনম। 

গোয়ার কঙ্কনা এলাকা সেখানকার শিল্প, সংস্কৃতির জন্য বিখ্যাত। চাপোলিতে দাঁড়িয়ে পুনম পান্ডে যেভাবে অশ্লীল ভিডিও শুট করেন, তাতে গোয়ার মহিলাদের সম্মানে আঘাত লেগেছে। সেই অভিযোগেই পুনমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে গোয়া ফরওয়ার্ড পার্টি।

উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু শ্যাম বম্বের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পুনম পান্ডে। শ্যামের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পরই গোয়ায় পাড়ি দেন অভিনেত্রী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি