ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আনুষ্কার আদরে আপ্লুত বিরাট, ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ৬ নভেম্বর ২০২০

বিরাট কোহলি। সবে মাত্র ৩২-এ পড়লেন তিনি। বয়স যাই হোক, দিনটি এবার তার কাছে বেশি স্পেশাল। কারণ তিনি বাবা হচ্ছেন। স্ত্রী আনুষ্কা তার সন্তানকে একটু একটু করে নিজের মধ্যে বড় করে তুলছেন। আর এ জন্য এবারের জন্মদিনটা তিনি কাটিয়েছেন স্ত্রীর সঙ্গেই। যদিও আনুষ্কার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সদস্যদের সঙ্গেও জন্মদিন সেলিব্রেট করেন বিরাট। নতুন খবর হচ্ছে- জন্মদিনের পর ভিন্নভাবে দেখা গেল বিরুষ্কাকে।

মাঠের সঙ্গে রঙিন পর্দার যে রোমান্স এর আগে বিশ্ব দেখেছে তার সবগুলোকে ছাড়িয়ে গেছেন এই জুটি। অন্যরকম এক মধুরতায় এগিয়ে চলছে তাদের জীবন। এবার তার প্রমাণ মিলেছে আবারও। জন্মদিন পালনের পর বিরাটকে জড়িয়ে ধরলেন আনুষ্কা শর্মা। করলেন আদরের চুম্বন। কালো রঙের পোশাক পরে বিরাটকে যেভাবে আগলে ধরেছেন তা দেখে ভক্তরা বেশ আপ্লুত, সেই সঙ্গে বিরাটও।

ভালোবাসার আলিঙ্গনে ভেসে চলা ওই ছবি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। বিরুষ্কার ওই ছবি দেখে তাদের অনুরাগীরা বেশ খুশি।

উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী আনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন বিরাট কোহলি। একসঙ্গে দুজনের ছবি শেয়ার করে খুশির খবর দেন বিরাট। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তাকে চোখে চোখে রাখছেন বিরাট। সেই কারণেই মরু শহরে আইপিএল খেলতে গেলেও, মাঠ থেকে স্ত্রীর দিকে নজর রেখে তাকে খাওয়া নিয়ে প্রশ্ন করে বসেন বিরাট। আনুষ্কা খেয়েছেন কি না, তা জানতে চেয়ে মাঠ থেকে প্রশ্ন ছুড়ে দেন বিরাট কোহলি।
সূত্র : জি নিউজ
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি