ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত হাকিম পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ১২ নভেম্বর ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও তার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম। তাদের পুত্র মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনা পজিটিভ।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। 

তিনি জানান, রাজধানীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাদের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

হাবিব নাসিম আরও বলেন, ‘তাদের শারীরিক কোনও জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রক্তের কিছু টেস্ট করিয়েছেন তারা। বৃহস্পতিবার রিপোর্টগুলো পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী করণীয় জানাবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি