ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১৬ নভেম্বর ২০২০

কিংবদন্তি চলচ্চিত্রকার সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১২ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।

ঢাকাই চলচ্চিত্রের প্রথম যুগের গুণী এই অভিনেতা, চিত্রশিল্পী ও পরিচালক ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কৌতুক অভিনেতা। এরপর চিত্রনায়কও হয়েছিলেন তিনি।

সুভাষ দত্ত অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর বুকে, সূর্যস্নান, চান্দা, তালাশ, নতুন সুর, রূপবান, মিলন, নদী ও নারী, ভাইয়া, ফির মিলেঙ্গে হাম দোনো, ক্যায়সে কাহু, আখেরি স্টেশন, সোনার কাজল, দুই দিগন্ত, সমাধান। তার পরিচালিত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সুতরাং, কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট, আবির্ভাব, বলাকা মন, সবুজ সাথী, পালাবদল, আলিঙ্গন, বিনিময়, আকাক্সক্ষা, বসুন্ধরা, সকাল সন্ধ্যা, ডুমুরের ফুল, নাজমা, স্বামী স্ত্রী, আবদার, আগমন, শর্ত, সহধর্মিণী, অরুনোদয়ের অগ্নিসাক্ষী ইত্যাদি।

১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্ত। এরপর একুশে পদকও অর্জন করেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি