ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অস্কার মনোনয়নের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ১৭ নভেম্বর ২০২০

৯৩তম অস্কারে প্রতিযোগিতার জন্য অস্কার বাংলাদেশ কমিটি সিনেমা আহ্বান করেছে। নির্বাচিত সিনেমাটি অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে লড়াই করবে।

প্রতিবছরের মতো এবারও অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অস্কার কমিটি বাংলাদেশের মিডিয়া কো-অর্ডিনেটর রবিন শামস জানান, এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহীদের আশীর্বাদ চলচ্চিত্র থেকে সিনেমা জমার ফরম ও বিস্তারিত নিয়মপত্র সংগ্রহ করতে হবে। এরপর একই ঠিকানায় ২২ নভেম্বর বিকেল ৫টার মধ্যে জমা দিতে হবে। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ৯৩তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি