ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কদর্য ভাষায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সামাজিক মাধ্যমে ফের নোংরা আক্রমণের শিকার তরুণ এক অভিনেত্রী। এবার অশ্লীল, কদর্য ভাষায় আক্রমণ করা হলো টেলি অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্যকে। যা নিয়ে ইতিমধ্যেই বেশ তোলপাড় শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য। যেখানে কদর্য ভাষায় তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ওই পোস্ট শেয়ার করে কলকাতা পুলিশ এবং সাইবার ক্রাইম বিভাগের সাহায্য চান অভিনেত্রী। দায়ের করা হয় অভিযোগ। পাশাপাশি এই ধরনের লোকেরা মানসিক রোগী বলেও কটাক্ষ করেন আয়েশা।

এর আগে, আয়েশাকে কদর্য ভাষায় অশ্লীল ইঙ্গিত করার পোস্ট দেখে অভিনেত্রীর পাশে দাঁড়ান তার শুভানুধ্যায়ীরা। পাশাপাশি এই ধরনের মানুষদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত বলেও মন্তব্য করতে শুরু করেন প্রত্যেকে। পাশাপাশি আয়েশা যাতে কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন, সেই পরামর্শও দেওয়া হয় তাকে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি