ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী রিজিয়া পারভীন করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সংগীতশিল্পী রিজিয়া পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানেই বাসায় আইসোলেশনে রয়েছেন এই তারকা। 

জানা যায়, কুইন্স প্যালেসে নবান্ন উৎসবের আয়োজন করেছিল বাঙালি কমিউনিটি। রিজিয়া পারভীনসহ এতে অনেকে ই অংশ নেন এবং পারফর্ম করেন। কিন্তু যুক্তরাষ্ট্রে করোনার এই পরিস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত কেউ-ই প্রায় মাস্ক পরেননি, কোনোরকম নিয়ম-নীতির তোয়াক্কা করেননি। আর সেখান থেকে রিজিয়া পারভীন করোনায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গেত, এর আগে জানা যায়, যুক্তরাষ্ট্রে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরেক সংগীতশিল্পী বেবি নাজনীন। তিনি কিডনিজনিত রোগে ভুগছেন। যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজার্সির একটি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন আছেন তিনি। তবে এ শিল্পীর শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি