ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লাইফ সাপোর্টে সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ৯ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৯:২২, ৯ ডিসেম্বর ২০২০

সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান।

সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান।

করোনায় আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা সংস্থা সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি সেলিম খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ বুধবার সংগীতার সিইও ও সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনদিন আগে সেলিম ভাইয়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরও বলেন, অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। আজ বুধবার দুপুরে হঠাৎ তার অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট রেখে চিকিৎসা দিচ্ছেন।’

সেলিম খানের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের অডিও জগতের উত্থানের পেছনে সেলিম খানের ভূমিকা অসামান্য। আশির দশকে তার হাত ধরেই যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। দীর্ঘ দিন ধরে এটি দেশের সবচেয়ে বড় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে দাপট ধরে রেখেছিল। বর্তমানেও প্রতিষ্ঠানটি নিয়মিত গান প্রযোজনা করে যাচ্ছে। অসংখ্য নতুন শিল্পী সংগীতার মাধ্যমে প্রদীপের আলোয় এসেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি