ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত আরিফিন শুভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১২ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ করোনায় আক্রান্ত হয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে করোনায় আক্রান্তের বিষয়টি জানান তিনি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন শুভ।

আজ (১২ ডিসেম্বর) দুপুরে ১ মিনিট ৩৮ সেকেণ্ডের একটি ভিডিও বার্তা শুভ ফেসবুকে শেয়ার করেন। 

ভিডিওতে তিনি বলেন, ‘শুভ দুপুর। দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনাললি হয়েই গেল। শুক্রবার রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি যে, একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রত সুস্থ হয়ে আবার কাজে ফিরবো। চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠবো।’

এছাড়া আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা। করোনা থেকে নিজেকে মুক্ত রাখতে বেশ সচেতন ছিলেন এই অভিনেতা।

প্রসঙ্গত, বর্তমানে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর বঙ্গবন্ধুর বায়োপিকটির কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি