ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেবি বাম্প নিয়ে ফটোশ্যুটে কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৪, ১৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আবারও মিডিয়ার শিরোনামে ওঠে এলেন কারিনা কাপুর খান। সম্প্রতি গোলাপী রঙের ব্রালেট পরে ফটোশ্যুট করেন কারিনা। সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় ব্যাপক আলোচনা। 

অন্তঃসত্ত্বা অবস্থাতেও কারিনার গ্ল্যামার যে উপচে পড়তে শুরু করেছে, তা বেশ স্পষ্ট। গোলাপী রঙের ব্রালেট পরে ফটোশ্যুটের পর এবার ভাইরাল হল কারিনার একটি ভিডিও। অভিনেত্রীর ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় ওই ভিডিও।

সম্প্রতি কারিনা এবং সাইফ আলি খানকে মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা যায়। হিমাচল প্রদেশ থেকে ছুটি কাটিয়ে ফেরার পর আদিপুরুষের শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও, সাইফ যে স্ত্রীর সঙ্গ একেবারেই ছাড়ছেন না, তা বেশ স্পষ্ট।

এদিকে আদিপুরুষে রাবণের চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। ফলে আদিপুরুষে যে রাবণকে তুলে ধরা হবে, তিনি দয়ালু ছিলেন বলে সম্প্রতি মন্তব্য করেন সইফ। ছোটে নবাবের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয়ে যায় জোর বিতর্ক। সইফ হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন বলে দাবি করা হয় বিভিন্ন সংগঠনের তরফে। এমনকী, উত্তরপ্রদেশের এক আইনজীবী সইফের বিরুদ্ধে মামলাও দায়ের করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি