ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টালিগঞ্জের আবীর চ্যাটার্জি করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ২১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০ ডিসেম্বর তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে আবীর লিখেছেন, ‘আবারো প্রমাণ হলো জীবনে কিছুই নিশ্চিত নয়। প্রোডাকসন টিমের কঠোর সতর্ক ব্যবস্থার মধ্যেই সবাই কাজ করছিলাম। কিন্তু আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে ভালো খবর হলো, আমি ভালো আছি। শুধুমাত্র কোনো গন্ধ পাচ্ছি না।’

তিনি লিখেছেন, ‘তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আমি নিজেকে সবার থেকে আলাদা করে ফেলেছি। শিগগিরই পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হবে। তারা নিরাপদ থাকবেন এটিই আমার একমাত্র চাওয়া।’

তিনি আরো লিখেছেন, ‘আমার আশাপাশে যারা এসেছেন, সবার প্রতি অনুরোধ আপনারা করোনা পরীক্ষা করান। শুধু নিরাপদ থাকার জন্য এটি করুন।’

এর আগেও টালিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন।
এসএ/
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি