ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নবাগতা পিংকিকে নিয়ে শুভর ‘জল ছবি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২১ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১১:৫৫, ২১ ডিসেম্বর ২০২০

আসন্ন নতুন বছরে বাজারে আসছে সংগীত শিল্পী সাইফ শুভ ও এস ডি পিংকি'র নতুন গান 'জল ছবি'। গানটির কথা লিখেছেন পিংকি নিজেই এবং গানটিতে সুরারোপ ও সংগীতায়োজন করেছেন সুরকার এবং সংগীত পরিচালক রাজন সাহা। সম্প্রতি গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিও'র কাজ সম্পন্ন হয়েছে। 

'জল ছবি'র মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অনিক খান। শুভ এবং পিংকি- দু'জনকেই দৃষ্টিনন্দন এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে বলে জানা গেছে। নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট এবং ফেসবুক পেজে গানটি প্রকাশিত হবে। 

এছাড়াও গানটি জিপি মিউজিক, ভাইপ, স্প্লাশ, অ্যামাজন মিউজিক, আইটিউন্স, স্পটিফাইসহ শতাধিক ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে। 

'জল ছবি' নিয়ে সাইফ শুভ বলেন- 'গানটি একটি রোমান্টিক ধাঁচের গান। পিংকি'র রঙিন লেখনীকে সুরকার রাজন সাহা তার চমৎকার সুর এবং সংগীত আয়োজনের মধ্যদিয়ে একটি সুন্দর জল ছবিতে রুপ দিয়েছেন। কথার সঙ্গে মিল রেখে গানটির মিউজিক ভিডিওটাও দারুণ হয়েছে। নতুন বছরে এই গানটি দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াবে বলে আমার বিশ্বাস।' 

সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, 'শুভ'র গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরের মতোই শুভ ওর গায়কীতে স্বকীয়তার স্বাক্ষর রেখেছে। আর নবাগতা শিল্পী হিসেবে পিংকি অসাধারণ গেয়েছে। দু'জনের জুটি শ্রোতাদের সুরের ক্ষুধা মেটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।'

অন্যদিকে, নিজের লেখনীতে প্রথম সুরের কাজ নিয়ে রীতিমত উচ্ছ্বসিত তরুণ উদিয়ামান শিল্পী এস ডি পিংকি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি