ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুটিং সেটে অসুস্থ তবুও থামেননি মিঠুন চক্রবর্তী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ২১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। গত ১৯ ডিসেম্বর খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে তিনি অসুস্থ হন।

বরেণ্য অভিনেতা মিঠুন চক্রবর্তী গত নভেম্বর থেকে ভারতের উত্তরখণ্ড রাজ্যের মুসৌরীতে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমায় অভিনয় করছেন। এ শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এ জন্য শুটিং বন্ধ রাখতে দেননি এই অভিনেতা।

এ বিষয়ে পরিচালক বিবেক বলেন, ‘আমরা বড় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলাম। এই দৃশ্যের সবকিছুই ছিল মিঠুন চক্রবর্তীর চরিত্রকে কেন্দ্র করে। হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। খুব খারাপ অবস্থা হয়েছিল। কোনো সাধারণ মানুষ এ পরিস্থিতিতে দাঁড়িয়েই থাকতে পারতেন না। কিন্তু কিছু সময় নিয়ে আবারো শুটিংয়ে ফেরেন তিনি।’  

আগের দিন অসুস্থ হয়ে পড়লেও পরের দিন বিশ্রাম না নিয়ে আবারো শুটিংয়ে অংশ নেন মিঠুন চক্রবর্তী। বিষয়টি উল্লেখ করে এ পরিচালক আরও বলেন, ‘মিঠুনদা খুব পরিশ্রমী ও একজন পেশাদার অভিনেতা। যে কারণে তিনি সুপারস্টার। শুধু তাই নয়, পরের দিন সকালে যখন শুটিংয়ে ফিরি, তখন মিঠুনদা তার এনার্জি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিয়েছেন। মিঠুন চক্রবর্তী যেকোনো সেট, শুটিং ক্রু এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পদ।’

‘দ্য কাশ্মির ফাইলস’ সিনেমায় হিন্দু ধর্মালম্বীদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। এর মূল চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। ২০২১ সালে মুক্তি পাবে সিনেমাটি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি